যারা ফ্যাশন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন বা করার চিন্তা করছেন তাদের প্রোডাক্ট সোর্সিং এর জন্য Indian Market এর বিকল্প তেমন কিছু নেই। পাশাপাশি দেশ হওয়া সত্ত্বেও India to Bangladesh Shipment যথেষ্ট ঝামেলার একটা বিষয়। দুই দেশের ব্যবসায়িক নীতিমালা, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি সহ বেশ কিছু চ্যালেঞ্জ প্রায় সব সময়ই থাকে। তার উপর যাওয়া-আসার খরচ কম হওয়ার কারণে বা বেশ কয়েকটি ল্যান্ড পোর্ট থাকায় Hand Carry বা Luggage Carry তে অনেকেই প্রোডাক্ট আনে যার কারণে ইমপোর্ট খরচের কারণেও ব্যবসায়ীদের ইমপোর্টের প্রতি অনীহা দেখা যায়। তারপরেও যারা Committed বিজনেস পরিচালনা করেন তারা অবশ্যই ইমপোর্ট করেই প্রোডাক্ট আনেন।
উপরের Graphic Presentation এ আপনি এক নজরে কিছু Fact দেখতে পাবেন যেখানে শুধুমাত্র খরচ কম ছাড়া আর পজিটিভ কিছু নেই। এখন আসলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কম খরচে প্রোডাক্ট এনে হ্যাসেল নিয়ে, রিস্ক নিয়ে অনিশ্চিত একটা বিজনেস প্রসেসে কাজ করবেন নাকি Long Term চিন্তা করে খরচ বেশি হলেও ইমপোর্ট করবেন।
আর হ্যাঁ! আর একটা ব্যাপার- কখনো যদি সংশ্লিষ্ট Authority আপনার ব্যাবসায়ের প্রোডাক্টের সোর্স জানতে চায় বা ইমপোর্টের Documents চায় তখন কি হবে সেটাও মাথায় রাখা ভালো। এবার চলুন এক নজরে দেখে নেই আমাদের শিপিং চার্জঃ
আমাদের শিপিং চার্জ সম্ভবত সবচেয়ে বেশি। শিপিং চার্জ কেনো বেশি? অন্য ইমপোর্টারের খরচ কম এই ধরনের প্রশ্ন না করাই ভালো। সবার বিজনেস প্রসেস, সার্ভিস কোয়ালিটি এক হয় না। তারপরেও আমাদের শিপিং চার্জ কেনো বেশি (শুধু বেশি না, সবচেয়ে বেশি) তা জানিয়ে রাখছি।
কলকাতা ও ঢাকায় আমাদের নিজস্ব Warehouse ফ্যাসিলিটি রয়েছে। তাই যারা Shared Warehouse ব্যবহার করে তাদের চেয়ে আমাদের খরচ যেমন বেশি, তেমনি Security বেশি আর পার্সেল হারানোর কোন রিস্ক নেই।
আমরা সম্পূর্ণ লিগ্যাল প্রসেসে ইমপোর্ট করি, এবং ট্যাক্স প্রদান করি। আমাদের প্রতিটা বিল পেমেণ্ট করা হয় ব্যাংক একাউণ্ট থেকে, তাই GST Bill করতে হয়। ট্যাক্স এর জন্য খরচ যেমন কিছুটা বাড়ে, তেমনি পেমেণ্ট করার কোন Hassle নেই।
Multiple পার্সেল ম্যানেজ করার মতো সুবিধা আমাদের কলকাতা Warehouse এ রয়েছে। আপনি Real-Time এ আপনার প্যাকেজ বা Inventory এর আপডেট নিতে পারবেন এবং প্রয়োজনে কোয়ালিটি বা কালারের আপডেট জানতে পারবেন।
আমরা প্রতি সপ্তাহে ২ টা শিপমেণ্ট প্রসেস করি। তাই আমাদের Warehouse এ আপনার প্রোডাক্ট পৌছানোর পর সর্বোচ্চ ৪ দিনের মধ্যে তা শিপমেণ্টে প্রসেস করা হয়। প্রতিটি শিপমেণ্ট যথাযথভাবে প্যাকেজিং করে পাঠানো হয়।
শুধুমাত্র অর্ডার নেয়ার জন্য Hide & Seek এর পক্ষপাতি আমরা না। আমাদের সাথে বিজনেস শুরু করার আগে বা যেকোন শিপমেণ্ট কনফার্ম করার আগে অবশ্যই আমাদের এই শর্তাবলি গুলো বিবেচনা করতে হবেঃ
১. পারচেজ এর পেমেন্ট অবশ্যই যথাযথ GST Bill এর মাধ্যমে করতে হবে অন্যথায় পৃথকভাবে GST Billing করিয়ে নিতে হবে।
২. পারচেজ পেমেন্ট এর সমপরিমাণ টাকা অবশ্যই এডভান্স পেমেণ্ট করতে হবে। সাধারণত এডভান্স করার ২৪ ঘণ্টার মধ্যেই পারচেজ পেমেণ্ট হয়ে যায়।
৩. Seller বা Vendor থেকে GST Bill, E-Way Bill (প্রযোজ্য ক্ষেত্রে), পার্সেলের Tracking ID অবশ্যই নিজ দায়িত্বে আমাদের প্রদান করতে হবে।
৪. আমরা সাধারণত যতো দ্রুত সম্ভব শিপমেণ্ট করি। আপনার যদি কোন শিপমেণ্ট Hold করার প্রয়োজন হয় সেটা অবশ্যই আগে থেকে জানাতে হবে।
৫. শিপমেণ্ট কাস্টমস ক্লিয়ারেন্সের ৭২ ঘণ্টার মধ্যে শিপিং চার্জ পেমেণ্ট করে আমাদের ঢাকা অফিস (মিরপুর-৬) থেকে শিপমেণ্ট নিতে হবে। অন্যথায় এক্সট্রা চার্জ হবে।
৬. হোম ডেলিভারি চাইলে শিপিং চার্জ পেমেণ্টের পর সেটা পাঠানো হতে পারে। সেক্ষেত্রে খরচ আর রাস্তায় অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায়িত্ব আপনাকে নিতে হবে।
উপরের সব Information, আমাদের শিপমেণ্ট চার্জ, আর আমাদের শর্তাবলির সাথে আপনি একমত হলেই আপনার শিপমেণ্ট ইমপোর্টের জন্য 100% Hassle-Free সার্ভিস পেতে আপনাকে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করে আপনার Requirement টা জানাতে হবে। আমাদের Shipping Charge যদি আপনার ব্যবসায়ের জন্য যথোপযুক্ত মনে হয়, আপনি শুরু করতে পারেন, যখন যেখানে খরচ কমানো যাবে সেটা আমরাই আপনাকে জানাবো। আমাদের চার্জ বেশি/ রেইট কমানো যাবে কি না এই বিষয়ে শুরুতেই কোন মন্তব্য না করার অনুরোধ রইলো। কারণ আপনার শিপমেণ্টের Actual Costing জানার জন্য আইটেমের বিস্তারিত জানা প্রয়োজন। আপনি যদি কিছুটা বেশি খরচ করে ভালো সার্ভিস পেতে Prefer করেন, তাহলে আশা করছি আমাদের সাথে কাজ করে আপনি হতাশ হবেন না। আমাদের WhatsApp এ Call করে বিস্তারিত কথা বলে নিতে পারেন অথবা যোগাযোগ করে আমাদের ঢাকা বা কলকাতার অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই WhatsApp নাম্বারেঃ +91 62894 24865 অথবা নিচের WhatsApp বাটন থেকেও যোগাযোগ করতে পারেন।