Our Process
- আপনি যে প্রোডাক্ট কিনতে চান তার লিংক বা সেলারের ডিটেইলস আমাদের পাঠাতে হবে।
- শুধুমাত্র রূপীর কনভার্সন রেইট হিসাব করে আমাদের পেমেণ্ট করতে হবে।
- আপনার অর্ডার কনফার্ম করার পর আপনাকে কনফার্মেশন দেয়া হবে, এবং পার্সেল ডেলিভারি আসার পর সেটা স্টোর করা হবে।
- আপনার নির্দেশনা অনুযায়ী সেটা কলকাতায় আপনার/ আপনার প্রতিনিধির হোটেলে অথবা আপনার এক্সপোর্টার/ ক্যারিয়ারকে পৌঁছে দেয়া হবে।*
- আপনি চাইলে আমরাও আপনার পার্সেল বাংলাদেশে এক্সপোর্ট করে ডেলিভারির ব্যবস্থা করতে পারি।**
- রিয়েল-টাইম অর্ডার, পেমেণ্ট ও পার্সেলের রিপোর্টিং এর নিশ্চয়তা।