
কি কি কাজ করতে হবেঃ
- প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিতে হবে।
- যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টের আপডেট দিতে হবে (প্রতিদিন কমপক্ষে ৩০ টা)।
- প্রাইস, Costing, এবং অর্ডারের ট্র্যাক রাখতে হবে।
- বিভিন্ন Facebook Group এ Engagement করতে হবে।
- প্রতিদিনের কাজের রিপোর্ট প্রতিদিন ঠিকমতো দিতে হবে।
কি কি সুবিধা পাবেনঃ
- Digital Marketing ও Facebook Marketing এর উপর Free সেশনের সুবিধা। সেশন গুলো অনেক প্র্যাকটিক্যাল হবে।
- প্রথম ২ মাস শিক্ষানবিশ হিসেবে ১,০০০ টাকা করে Allowance পাবেন।
- ৩য় মাস থেকে কোন Allowance থাকবে না, শুধুমাত্র সেলস কমিশন থাকবে।
- ঠিকমতো কাজ করলে মাসে প্রায় ১৫,০০০ বা তারও বেশি ইনকাম করা সম্ভব।
- নিজের জন্য যেকোন অর্ডারে পাবেন বেস্ট প্রাইস।
- ভালো পারফর্ম করতে পারলে পাবেন Permanent Job এর সুযোগ।
ন্যূনতম যোগ্যতাঃ
- বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে যেকোন গ্রুপ থেকে জি,পি,এ ৪.০০ বা এর বেশি থাকতে হবে।
- যে কাজ দেয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজ করার এবং কাজের রিপোর্ট করার ব্যাপারে পজিটিভ হতে হবে।
- নিজে থেকে বুদ্ধি খাঁটিয়ে কাজ করার এবং অন্যান্য পেইজের আপডেট রাখার মতো মানসিকতা থাকতে হবে।
- কাজ এবং কাজের টেকনিক বুঝার জন্য সব সময়ে আগ্রহী থাকতে হবে।
- নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করার মতো আগ্রহ থাকতে হব।
শর্তাবলিঃ
- Learning Session গুলোতে অবশ্যই Participate করতে হবে। যা যা শেখানো হবে কাজে তা Apply করতে হবে।
- যেকোন ট্রানজেকশন অবশ্যই আমাদের নির্ধারিত একাউণ্টে করতে হবে। কোন অবস্থাতেই কাস্টোমারকে পার্সোনাল নাম্বার/ একাউণ্টে টাকা পাঠাতে বলা যাবে না।
- আমাদের কোন তথ্য অন্য কোথাও শেয়ার করা যাবে না। আমাদের প্রোডাক্ট নিজের পেইজ বা অন্য কোন পেইজে দেয়ার জন্য অনুমতি লাগবে।
- ২/৩ দিন অর্ডার না হলে অবশ্যই সুপারভাইজারের সাথে মিটিং করে কি করা যেতে পারে সেই ব্যাপারে আলোচনা করে নিতে হবে।
- কাজে প্রবলেম থাকবেই। নিজের সেটা সমাধান করার মতো মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে সুপারভাইজারের সহায়তা নিতে হবে। কোন ধরনের অজুহাত কোন ভাবেই গ্রহণযোগ্য হবে না।
- উপরের সব কিছু পড়ে, বুঝে ভালো লাগলে নিচের ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
[advanced_iframe use_shortcode_attributes_only="true" src="//www.wisedynamic.com.bd" width="100%" height="600"]