যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টের আপডেট দিতে হবে (প্রতিদিন কমপক্ষে ৩০ টা)।
প্রাইস, Costing, এবং অর্ডারের ট্র্যাক রাখতে হবে।
বিভিন্ন Facebook Group এ Engagement করতে হবে।
প্রতিদিনের কাজের রিপোর্ট প্রতিদিন ঠিকমতো দিতে হবে।
কি কি সুবিধা পাবেনঃ
Digital Marketing ও Facebook Marketing এর উপর Free সেশনের সুবিধা। সেশন গুলো অনেক প্র্যাকটিক্যাল হবে।
প্রথম ২ মাস শিক্ষানবিশ হিসেবে ১,০০০ টাকা করে Allowance পাবেন।
৩য় মাস থেকে কোন Allowance থাকবে না, শুধুমাত্র সেলস কমিশন থাকবে।
ঠিকমতো কাজ করলে মাসে প্রায় ১৫,০০০ বা তারও বেশি ইনকাম করা সম্ভব।
নিজের জন্য যেকোন অর্ডারে পাবেন বেস্ট প্রাইস।
ভালো পারফর্ম করতে পারলে পাবেন Permanent Job এর সুযোগ।
ন্যূনতম যোগ্যতাঃ
বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে যেকোন গ্রুপ থেকে জি,পি,এ ৪.০০ বা এর বেশি থাকতে হবে।
যে কাজ দেয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজ করার এবং কাজের রিপোর্ট করার ব্যাপারে পজিটিভ হতে হবে।
নিজে থেকে বুদ্ধি খাঁটিয়ে কাজ করার এবং অন্যান্য পেইজের আপডেট রাখার মতো মানসিকতা থাকতে হবে।
কাজ এবং কাজের টেকনিক বুঝার জন্য সব সময়ে আগ্রহী থাকতে হবে।
নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করার মতো আগ্রহ থাকতে হব।
শর্তাবলিঃ
Learning Session গুলোতে অবশ্যই Participate করতে হবে। যা যা শেখানো হবে কাজে তা Apply করতে হবে।
যেকোন ট্রানজেকশন অবশ্যই আমাদের নির্ধারিত একাউণ্টে করতে হবে। কোন অবস্থাতেই কাস্টোমারকে পার্সোনাল নাম্বার/ একাউণ্টে টাকা পাঠাতে বলা যাবে না।
আমাদের কোন তথ্য অন্য কোথাও শেয়ার করা যাবে না। আমাদের প্রোডাক্ট নিজের পেইজ বা অন্য কোন পেইজে দেয়ার জন্য অনুমতি লাগবে।
২/৩ দিন অর্ডার না হলে অবশ্যই সুপারভাইজারের সাথে মিটিং করে কি করা যেতে পারে সেই ব্যাপারে আলোচনা করে নিতে হবে।
কাজে প্রবলেম থাকবেই। নিজের সেটা সমাধান করার মতো মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে সুপারভাইজারের সহায়তা নিতে হবে। কোন ধরনের অজুহাত কোন ভাবেই গ্রহণযোগ্য হবে না।
উপরের সব কিছু পড়ে, বুঝে ভালো লাগলে নিচের ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।