WE CHARGE THE HIGHEST BUT ASSURE THE BETTER SERVICE

Kolkata2Dhaka Air Shipment Charges

আমাদের শিপিং চার্জ

আমরা কলকাতা থেকে ঢাকায় শিপমেণ্টের ক্ষেত্রে দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী সেরা সার্ভিস। ক্লায়েণ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমাদের রয়েছে নিজস্ব অফিস এবং ওয়্যারহাউজ। তাই খরচ কিছুটা বেশি হলেও আপনাদের সর্বোচ্চ সার্ভিস নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। শিপিং রেট সব সময় পরিবর্তনশীল এবং বর্তমানে অনেক প্রতিযোগিতামূলকও। নিচের চার্টটি সর্বশেষ আপডেট অনুযায়ী রেগুলার ইমপোর্ট হয় এমন পণ্যের জন্য প্রযোজ্য।

kolkata-to-dhaka-shipping-charge
অনেকেই আমাদের শিপিং চার্জ বা ইমপোর্টের ব্যাপারে বিস্তারিত জানতে চান। এখানে পেয়ে যাবেন আমাদের শিপিং চার্জ। আর কিছু ব্যাপার অবশ্যই বিবেচনায় রাখতে হবে। সেগুলো দেখে নিনঃ
১। আমরা শুধুমাত্র বৈধ ভাবে ইমপোর্ট করি। তাই পারচেজের জন্য প্রোপার GST Billing অবশ্যই করতে হবে। এই ভিডিওতে GST Bill এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেনঃ https://www.youtube.com/watch?v=PCbZMAVJPJk
২। শুধুমাত্র লেহেঙ্গা, শাড়ি, থ্রি-পিস (স্টিচড/ আন-স্টিচড), কুর্তি/ টপ, কুর্তি সেট/ স্কার্ট সেট/ ফেব্রিক্স এর জন্য আপনার সেলার বা সাপ্লায়ার GST Bill না দিতে পারলে/ আপনি Website থেকে পারচেজ করলেও আমরা Billing Procedure করতে পারবো। সেজন্য পার পিসে অতিরিক্ত খরচ যোগ হবে। উল্লেখিত আইটেম ছাড়া অন্য যেকোন আইটেমের জন্য আপনাকে অবশ্যই সাপ্লায়ারের থেকে GST Bill নিতে হবে।
৩। আমাদের কলকাতার অফিস/ ওয়্যারহাউজে আপনার পার্সেল পৌঁছানোর আনুমানিক ৭-১০ দিনের মধ্যে আপনি আমাদের ঢাকা অফিস থেকে তা ডেলিভারি নিতে পারবেন।
৪। শিপিং চার্জ পরিবর্তনশীল। কাস্টমস ক্লিয়ারেন্সের উপর তা নির্ভর করে। তাই এটা যেকোন সময় কমতে বা বাড়তে পারে। এমনকি আপনি খরচ শুনে অর্ডার কনফার্ম করার পরেও যদি কাস্টমস ক্লিয়ারেন্সে নির্দিষ্ট এমাউণ্টের চেয়ে বেশি খরচ পরে তাহলে খরচ বাড়তে পারে। এই ধরনের ঘটনা আমাদের গত ৫ বছরের মধ্যে ২ বার হয়েছে। (আমাদের প্রতি মাসে ৫ থেকে ৭ টা শিপমেণ্ট হয়।)
৫। রুপীর কনভার্সন রেইটঃ ১.৪০ টাকা।
৭। আমরা ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান (আমাদের মূল প্রতিষ্ঠানের নাম- Wise Dynamic)। প্রযোজ্য ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর সরকার নির্ধারিত হারে ভ্যাট প্রদান করতে হবে।
৮। প্রোডাক্ট কেনার মূল্য রুপীর কনভার্সন রেইট অনুযায়ী অগ্রীম প্রদান করতে হবে। শিপিং চার্জ প্রোডাক্ট নেয়ার সময় প্রদান করতে হবে।
আমাদেরকে অগ্রীম পেমেণ্ট করা কতোটা নিরাপদঃ
আমরা যেহেতু অনলাইনে বিজনেস পরিচালনা করি সেই সুবাদে আমরা আই, টি প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। আমাদের মূল প্রতিষ্ঠানের নাম- Wise Dynamic যার বেশ কয়েকটি সার্ভিস উইংস আছে। আমরা BASIS এর মেম্বার। আপনি সহজেই আমাদের প্রতিষ্ঠান ভ্যারিফাই করতে পারবেন এই লিংক থেকে- https://basis.org.bd/company-profile/20-09-889
আর যেকোন পেমেণ্ট ও করতে হবে Wise Dynamic এর ব্যাংক একাউণ্ট অথবা বিকাশ মার্চেণ্ট নাম্বারে। আর আপনার অর্ডার ভ্যালু যদি ১ লাখ টাকার উপরে হয় আমরা আমাদের সব ডকুমেণ্টসও আপনাকে পাঠাতে পারি।
আরো কিছু জানার থাকলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।

আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আমরা আমাদের নিজস্ব অফিস এবং ওয়্যারহাউজের মাধ্যমে সব ধরনের কার্যক্রম পরিচালনা করি। তাই যাদের Shared Warehouse, তাদের চেয়ে আমাদের খরচ অনেক বেশি তবে আমাদের সাথে কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ নিরাপদ।

আমরা যে সকল পণ্য ইমপোর্ট করি তার সে সকল আইটেমের যেকোন পরিমাণের পণ্য আপনার জন্য আমরা ইমপোর্ট করে দিতে রাজি। তবে আপনাকে অবশ্যই এই ব্যাপারে Understanding হতে হবে যে এটা আমরা আপনাকে সুবিধা দিচ্ছি, এটা রেগুলার সার্ভিসের অন্তর্ভুক্ত নয়। আমরা অন্য শিপমেণ্টের সাথেই আপনার পণ্য ইমপোর্ট করবো। 

আমরা শুধুমাত্র সে সকল ক্ষেত্রে Commitment করি যেখানে আমাদের কিছু করার থাকে বা আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে। ইমপোর্টের বিষয় দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষের উপর অনেকাংশে নির্ভর করে। তাই আমরা কোন Commitment করি না। আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের শিপমেণ্টের আনুমানিক তারিখ জানতে পারবেন এবং শিপমেণ্টের দিনই ঢাকায় পণ্য চলে আসে। কাস্টমস ক্লিয়ারেন্স করতে আমাদের সাধারণত ৩-৫ দিনের মতো সময় লাগে। তবে আপনি ধরে রাখতে পারেন আমাদের কলকাতা অফিসে আপনার পণ্য পৌঁছানোর পর ১৫ দিনের মধ্যে তা আপনি ঢাকায় পাবেন। 

জ্বি। আমাদের নিজস্ব অফিস এবং Dedicated Manpower থাকার কারণে আমরা আপনার জন্য যেকোন ই-কমার্স সাইটের পণ্য কিনতে পারি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পণ্যের মূল্যের সম্পূর্ণ টাকা, অতিরিক্ত GST Billing এর খরচ সহ নির্ধারিত কনভার্সন রেট অনুযায়ী অগ্রীম প্রদান করতে হবে।

আমাদের শিপমেণ্ট খরচ আপনার কাছে বেশি মনে হতেই পারে। আপনি কখনো হয়তো নিজে গিয়েও আপনার পণ্য সাথে করে নিয়ে আসতে পারেন বা অন্য কোন ইমপোর্টার বা এজেণ্টের মাধ্যমে আপনি ইমপোর্ট করলে আপনার সুবিধা হতে পারে। আমরা সর্বাবস্থায় আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। তাই আপনি চাইলে প্রতি মাসে ৪,০০০ টাকা পেমেণ্ট করে আমাদের Warehouse সুবিধা নিতে পারেন। আমরা আপনার পার্সেল রিসিভ করে রাখবো। আবার আপনার নির্দেশনা অনুযায়ী সব একসাথে করে আপনাকে অথবা আপনার এজেণ্ট বা ইমপোর্টারকেও পাঠাতে পারবো।

ইণ্ডিয়া থেকে যেকোন কিছু এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টারের ফেভারে GST প্রদান করা বাধ্যতামূলক। যদি আপনি খুচরা হিসেবে বা অনলাইন শপ বা ই-কমার্স সাইট থেকে পণ্য কেনেন তাহলে আপনাকে অবশ্যই আলাদা করে GST প্রদান করতে হবে। আর যদি আপনি পাইকারিতে কেনেন সেক্ষেত্রে অবশ্যই কেনার সময় আমাদের সাথে আপনার সাপ্লায়ারের যোগাযোগ করিয়ে দিবেন যেন আমরা সঠিকভাবে GST প্রদান করতে পারি। অন্যথায় ইমপোর্টে জটিলতার কারণে দেরী হতে পারে, এবং সেই সাথে পৃথকভাবে GST প্রদান করার জন্য খরচও বাড়বে।

আরো কিছু যদি জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের সার্ভিস সম্পর্কে ব্যবসায়ীদের মতামত

"আগে আমার দোকানের জন্য মাল কিনতে ইণ্ডিয়াতে যাওয়া-আসা, থাকা-খাওয়া বাবদ অনেক টাকা খরচ হয়ে যেতো। আবার ভালো কালেকশনও সব সময় পেতাম না। এখন আমি নিয়মিত নিত্য নতুন কালেকশন WhatsApp এ পাই। দামও ন্যায্য, অর্ডার করাও খুব সহজ। এক কথায় প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ডেলিভারি সবই এখন অনেক সহজে হয়ে যাচ্ছে। খরচ একটু বেশি হলেও এদের সাথে কাজ করে শান্তি।"
Mahbubur-Rahman-Molla
মাহবুবুর রহমান
প্রোপ্রাইটর, মাইশা ফ্যাশন
"প্রথমবার ইন্ডিয়া গিয়ে প্রোডাক্ট কিনে দুই চোখে অন্ধকার দেখতেছিলাম। ইমপোর্ট করার জন্য বিভিন্ন গ্রুপে পোষ্ট দিয়ে যাদের পেলাম তাদের রেসপন্স ভাল লাগলোনা। পরে কেউ একজন Sam ভাইকে মেনশন করলেন। সবার চাইতে রেট কিছুটা বেশি,বাট রেসপন্স ভাল দেখে ফাইনাল করলাম। যতদিন সময় বলছিলেন তাঁর চেয়ে আগে প্রোডাক্ট পাই। কোয়ালিটি এবং রেস্পন্সিবিলিটি পুরোপুরি স্যাটিস্ফাইড । 😍😍😍"
md-obaydullah
মোঃ ওবায়দুল্লাহ
Owner & CEO, O R Group