উপরের পেমেণ্ট অপশন থেকে প্রথমে পেমেণ্ট করে পরে সাইন-আপ ফর্ম সাবমিট করবেন। সাইন-আপ ফর্মে অবশ্যই যে নাম্বার থেকে পেমেণ্ট করেছেন তা উল্লেখ করতে হবে। কেনো পেমেণ্ট করে রিসেলিং গ্রুপে জয়েন করতে হবে এই প্রশ্নের উত্তরঃ
বর্তমানে অনেক অনেক গ্রুপে ফ্রি-তেই রিসেলার জয়েন করানো হয়। এতে করে গ্রুপে প্রকৃত সেলার, ফ্রড সেলার, কাস্টোমার সবাই জয়েন করে। আমাদের মতে এতে করে মার্কেট নষ্ট হয়। তাই আমাদের গ্রুপে আমরা তাদেরকেই চাই যারা প্রকৃত সেলার এবং যারা ১,০০০ টাকা খরচ করে জয়েন করতে আগ্রহী। আর আপনি যদি বিজনেসে একটিভ থাকেন তাহলে মাসে মিনিমাম ১২ পিস/ ৩০,০০০ টাকার অর্ডার করা খুব কষ্টকর না। দয়া করা এই প্রসেস টা ভালো না লাগলে আপনি সাইন আপ করবেন না। আমরা কোন কিছুতে আপনাকে ফোর্স করছি না।