kolkata-travel-cost

কলকাতা ঘুরে আসতে কতো খরচ হয়?

আমাদের কাছে প্রায়ই অনেকে জানতে চান যে কলকাতা ঘুরে আসতে কতো খরচ হয়- সেই প্রশ্নের উত্তরেই এই পোস্টটা করা। এখানে ছোট-খাটো অনেক বিষয়ে অনেকের ভিন্ন মত থাকতেই পারে। এটা এক একজনের একান্তই ব্যক্তিগত মতামত। তবে আমরা চেষ্টা করবো একটা স্ট্যাণ্ডার্ড প্ল্যানের সাথে খরচের হিসাবটা দিতে। এটাও আসলে প্লাস/ মাইনাস করা যায়। নিচের মেন্যু থেকে এক নজরে যাওয়া আসার খরচটা দেখে নিন-

অপশন# ১

১৫,০০০ / জনপ্রতি
  • নন-এসি বাসে ঢাকা-বেনাপোল-ঢাকা
  • লোকাল টেনে বনগাঁ-শিয়ালদহ-বনগাঁ
  • নন-এসি হোটেলে ২ রাত থাকা
  • লোকাল ট্রান্সপোর্টে ঘুরা-ফেরা
  • শপিং এর লোভ সামলানো

অপশন# ২

২০,০০০ / জনপ্রতি
  • এসি বাসে ঢাকা-কলকাতা-ঢাকা
  • এসি হোটেলে ২ রাত থাকা
  • ট্যাক্সি/ উবারে ঘুরা-ফেরা
  • শপিং এর লোভ সামলানো

অপশন# ৩

৩৫,০০০ / জনপ্রতি
  • ফ্লাইটে ঢাকা-কলকাতা-ঢাকা
  • এসি হোটেলে ২ রাত থাকা
  • ট্যাক্সি/ উবারে ঘুরা-ফেরা
  • শপিং এর লোভ সামলানো

উপরের খরচ অনুযায়ী আপনি কলকাতা ঘুরে ফিরে আসতে পারবেন। এবার আপনি যদি শপিং করতে চান তার বাজেট সেভাবে করে নিবেন। রূপীতে দাম দেখার পর সব কিছুই প্রথমে অনেক সস্তা মনে হবে। তাই সহজ বুদ্ধি হিসেবে আপনি রূপীতে যা দাম দেখবেন তাকে ২ গুণ করে হিসাব করবেন। তখন দেখবেন সবকিছু আর অতোটা সস্তা মনে হচ্ছে না। আর যাদের বাজেট নিয়ে কোন চিন্তা নেই তাদের তো কোন কথাই নেই। যতো ইচ্ছা ডলার এনডোর্স করে নিয়ে আসবেন আর শপিং করবেন। শপিং করতে কোথায় কোথায় যাবেন আর কোথায় ঘুরতে যাবেন তা নিচের পোস্টগুলো থেকে দেখে নিতে পারেন। আর আপনি যদি Kolkata 2 Dhaka এর কাস্টোমার হয়ে থাকেন বা Backpacker হয়ে থাকেন তাহলে তো আর কোন চিন্তা নেই। কাস্টোমারদের জন্য Kolkata 2 Dhaka দিচ্ছে সব কিছুর জন্য সাপোর্ট সার্ভিস আর Backpacker দের জন্য তো সব ফ্রি!

places-to-visit-in-kolkata
কলকাতায় কোথায় কোথায় ঘুরবেন
shopping-in-kolkata
কলকাতায় কোথায় শপিং করবেন
enjoy-a-free-trip-to-kolkata
ব্যাকপ্যাকার হয়ে কিভাবে ফ্রি ট্রিপে কলকাতা ঘুরে আসবেন