নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিয়ে আমরা আমাদের এই Live Studio Rent সার্ভিস চালু করেছি। এতে করে আপনি আমাদের Studio তে এসে শুধু লাইভ করতে পারবেন, তা-ই না, আমাদের প্রোডাক্ট নিয়ে লাইভ করতে পারবেন, এমনকি আমাদের প্রোডাক্ট সেলও করতে পারবেন।
“Each venture has a struggling period, we are just trying to support you if you are there.”
আমরা যখন বিজনেস শুরু করি তখন কিছু প্রবলেম অনেক বেশি ফেইস করি। তার মধ্যেই একটা ছিলো প্রোডাক্টের কালেকশন। বেশি বেশি কালেকশন না দিতে পারলে কাস্টোমারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় না, আবার বেশি স্টক করলেও সেল হয় না। তাই আমরা নতুন উদ্যোক্তাদের জন্য এই সুবিধাটি নিয়ে এসেছি। এটা যদিও পেইড সার্ভিস তারপরেও মাথায় রাখবেন যে আমরা আসলেই সাপোর্টিভ। আমাদের সাথে কথা বলুন। অনেক সমস্যার সমাধান পাবেন আশা করি।
SAM
Exclusive Collection
Studio Rent for Live সার্ভিস নিয়ে আপনি Studio ছাড়াও Access পাবেন আমাদের Exclusive সব কালেকশনের। আমাদের কাছে আপনি পাবেন Indian Wholesale Market এর নিত্য নতুন সব কালেকশন, Best Price এ।
Professional Background
একটা লাইভ করার জন্য যথেষ্ট প্রফেশনাল এবং Classy ব্যাকগ্রাউণ্ড পাবেন আমাদের Studio তে। সাথে পাবেন প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য প্রয়োজনীয় Equipment. শুধু তা-ই নয়, আমরা চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় যেকোন কিছু Arrange করে রাখতে।
Order Processing
আমাদের কালেকশন থেকে যা অর্ডার পাবেন তা আমরা প্রসেস করে Dispatch এর ব্যবস্থাও করে দিবো। ডেলিভারি আমাদের কুরিয়ারের মাধ্যমেও করতে পারবেন/ আপনার পছন্দমত কোন কুরিয়ারের সার্ভিসও নিতে পারবেন।
আমরা সরাসরি সুরাট/ মুম্বাইয়ের Wholesale Market থেকে নিত্য নতুন কালেকশন সোর্স করে থাকি। আমাদের Daily Update পেতে আমাদের Whatsapp Group এ জয়েন করতে পারেন।