Posted on: December 10, 2020 Posted by: admin Comments: 0
Reselling-Facilities-for-Students

Kolkata 2 Dhaka এবং Handle with Care যৌথ উদ্যোগে চালু করছে- Reselling Facilities for Students. এটা একটা রিসেলিং প্ল্যাটফর্ম যেখানে কোন ইনভেস্টমেণ্ট ছাড়াই একজন শিক্ষার্থী বিজনেস করতে পারবে। এর জন্য প্রয়োজন হবেনা কোন জয়েনিং ফি। প্রয়োজন হবে না কোন জামানত। শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ২/৩ ঘণ্টা করে অনলাইন একটিভিটির মাধ্যমেই সম্ভব এই প্ল্যাটফর্ম থেকে আয় করা। প্রথম অবস্থায় শুধুমাত্র University ভিত্তিক Reseller নেয়া হচ্ছে।

Reselling-Facilities-for-Students

Reselling Facilities for Students: এটা কি বা কেন?

Handle with Care দীর্ঘ দিন যথেষ্ট সুনামের সাথে ব্যবসায় করে আসছে। ব্যবসায়ের পাশাপাশি তাদের অন্যতম মহৎ এক উদ্যোগ হচ্ছে নারীর ক্ষমতায়ন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়ে অনুকূল পরিবেশ তৈরি করে তাদের অনুপ্রেরণা দেয়াও তাদের কাজের অংশ। এরই প্রেক্ষিতে বর্তমানে তারা প্রায় ৮০ জন মেম্বারের একটা WhatsApp Group এর মাধ্যমে রিসেলিং করছে। Group এর প্রতিটা মেম্বারই এক একজন উদ্যোক্তা এবং Handle with Care এর রিসেলার। তাদের মধ্য থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাবার পর চালু করা হচ্ছে- Reselling Facilities for Students.

এখানে এক একটা বিশ্ববিদ্যালয় থেকে রিসেলিং এর জন্য টিম গঠন করা হবে। তাদেরকে One-Stop Sourcing Facility প্রদান করা হবে। শুধু তাই নয় তাদের কমিউনিটির শিক্ষার্থীদের জন্য দেয়া হবে বিশেষ ছাড়। এই স্কিমের আওতায় একজন শিক্ষার্থী কোন ধরনের ইনভেস্টমেণ্ট না করেই বিজনেস করতে পারবে।

Sourcing Process/ কিভাবে কাজ শুরু হবেঃ

১ম ধাপঃ যাকে রিসেলার হিসেবে দায়িত্ব দেয়া হবে সে WhatsApp Group এর মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন কালেকশনের দাম সহ আপডেট পাবে। তার কাজ হবে এই আপডেট তার নিজ কমিউনিটি তে শেয়ার করা।

২য় ধাপঃ কোন অর্ডার কনফার্ম হলে রিসেলারের কাজ হবে Handle with Care এর অনুকূলে তার বুকিং মানি নিশ্চিত করে ডেলিভারীর নাম, এবং ঠিকানা প্রদান করা।

৩য় ধাপঃ সাধারণত ২০ দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারী করা হয়ে থাকে। ডেলিভারীর সময় বাকি টাকা COD এর মাধ্যমে কালেকশন করা হবে।

৪র্থ ধাপঃ প্রতিটা শিপমেণ্টের সম্পূর্ণ ডেলিভারী কমপ্লিট হলে প্রযোজ্য Incentive বা Profit Share রিসেলার কে দেয়া হবে।

অন্যান্য সুবিধাসমূহঃ

১। যে সকল রিসেলাররা হার্ডওয়ার্ক করবে, যাদের সেল ভালো হবে তাদের জরুরী প্রয়োজনে (যেমন- সেমিস্টার ফি, অসুস্থতা, ফ্যামিলি প্রবলেম ইত্যাদি) অগ্রীম Incentive বা Profit Share দেয়া হবে।

২। প্রতি ৩ মাসে একজন Best Performer কে একটা ট্যুর স্পনসর করা হবে।

৩। Graduation শেষে Permanent Job এর সুযোগ দেয়ার ব্যাপারে বিবেচনা করা হবে।

৪। নির্দিষ্ট সময় পর পর সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ট্রেইনিং এর ব্যবস্থা থাকবে যা স্কিল ডেভেলপমেণ্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শর্তাবলীঃ

১। নিজেদের কাজের স্বার্থে সোর্সিং এবং প্রাইসিং সংক্রান্ত যেকোন বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করতে হবে।

২। যেকোন পরিস্থিতিতে সর্বদা নিজেকে সৎ, কর্মঠ ও চৌকশ হিসেবে প্রমাণ করার লক্ষ্যে কাজ করতে হবে।

৩। বেশি বিক্রির লক্ষ্যে মিথ্যাচার বা অতিরঞ্জিত করে কাস্টোমারকে পণ্য কেনার ব্যাপারে উৎসাহিত করা যাবে না।

৪। যেকোন বিষয়ে Handle with Care কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে।  তবে যেকোন গঠনমূলক এবং যুক্তিসঙ্গত মতামতকে সব সময় স্বাগত জানানো হবে।

আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেনঃ 01771444488 এই নাম্বারে।

Leave a Comment